সরকারি নাজমুল স্মৃতি কলেজ, সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) ওরিয়েন্টেশন ক্লাস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১ জুন (বৃহস্পতিবার) নাজমুল স্মৃতি কলেজ হল রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল স্মৃতি কলেজ এর শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক শাহজাহান কবির, উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবুল কাসেম, সহকারী অধ্যাপক আজমত আলী, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ভট্টু,সহ সকল বিভাগের চেয়ারম্যান বৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় সমজকর্ম বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মনজুরুল ইসলাম ও অভিজিৎ সাহা।
পত্রিকা একাত্তর/ মনোয়ার হোসেন