patrika71
ঢাকামঙ্গলবার , ৩০ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

রক্তাক্ত গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করছিলো অটোচালক

জেলা প্রতিনিধি, জামালপুর
মে ৩০, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে অটো ছিনতাই করতে আরিফ মিয়া (১৫) নামে এক অটো চালককে গলা কেটে জবাই করে হত্যার করার চেষ্টা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০মে) বিকাল ৫টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়া গামে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালকআরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফ মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে কাগমারী পাড়া পুরান টুপকারচর সড়কের ভূতবাড়ি নামক স্থানে আরিফকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখে স্থানীয়রা।

পরে তাকে দ্রত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফের পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করে। বিষয়টি বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার নজরে এলে এক পুলিশ কনস্টেবলের মাধ্যমে আহত আরিফকে ময়মনসিংহে পাঠানো হয়।

এ বিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আহত আরিফ জীবিকার তাগিদে অটো রিকশা চালাতো। সম্ভবত যাত্রী সেজে দুর্বৃত্তরা অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ঘটনাস্থলে নিয়ে যেয়ে হত্যার চেস্টা করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অটোচালক আরিফকে কেন গলাকাটা হয়েছে এবং সে কিভাবে কাগমারী পাড়া এলাকায় এসেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, গলা কেটে গেটে অটো রিকশা চালক আরিফকে হত্যার চেষ্টার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ নাহিদ