patrika71
ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

পাত্রী দেখতে গিয়ে তিন বন্ধু খুনের ৪ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি
মে ২৯, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফের দমদমিয়ার গহীন পাহাড় থেকে ৩ বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল রোববার বিকালে টেকনাফ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহাসানুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

চার আসামি হলেন- টেকনাফের মোচনী ক্যাম্পের সৈয়দ হোসেন প্রকাশ সোনালী ডাকাত, একই ক্যাম্পের শফি আলম ওরফে বেলাল, মো. আরাফাত (শফির ভাগ্নে) ও টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের এমরুল করিম প্রকাশ ফইরা।

গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণ হয় কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল ও তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।

গত ২৪ মে পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গলিত মরদেহ উদ্ধার করে র‌্যাব।

গোয়েন্দা তৎপরতা ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে এ পর্যন্ত ১৪ জনের মধ্যে বিভিন্ন জায়গায় আত্মা গোপনে থাকায় চার আসামি কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ৩ জনের মরদেহ উদ্ধারের মামলায় ৪ আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। রবিবার শুনানি শেষে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শিগগিরই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন।

পত্রিকা একাত্তর/ মোস্তাক আহমদ