patrika71
ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে রাস্তা পার হতে গিয়ে অটোচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর
মে ২৭, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে ব্যাটারীচালিত অটোবাইক চাপায় মুসলিমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭মে) দুপুর ১টা দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রির চর বড় মসজিদ এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ১টা দিকে ওই গ্রামের মজিবর রহমানের ৪ বছরের শিশু কন্যা মুসলিমা বাড়ির পাশের দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরার রাস্তা পার হওয়ার সময় বেনুয়ারচর থেকে ডেফলার দিকে আসা একটি ব্যাটারি চালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে মুসলিমা গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শিশু মুসলিমার।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালক ও ইজিবাইকটি আটক করে পুলিশে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুরের ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর।

পত্রিকা একাত্তর/ সাকিব