পুলিশের কোলে চড়ে ভোট দিতে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ

জেলা প্রতিনিধি | জামালপুর

জেলা প্রতিনিধি | জামালপুর

৩০ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

পুলিশের কোলে চড়ে ভোট দিতে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ

জামালপুরের মেলান্দহে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের কোলে চড়ে ভোট দিয়েছেন ৭৫ বছরের অসুস্থ এক বৃদ্ধ।

কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে ভোগতেছেন ৭৫ বছরের মিঠু শেখ নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে গাড়ী করে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। কিন্তু গাড়ী থেকে নেমে বুথে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য তার নেই। গাড়িতে বসে থাকতে হয় তাকে।

এ সময় তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন এক পুলিশ সদস্য। অসুস্থ বৃদ্ধকে কোলে করে সিড়ি বেয়ে দুতলা বুথ পর্যন্ত পৌঁছে দেন জেলার মেলান্দহ থানার পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম। ভোট দেওয়া শেষে তাকে আবার গাড়িতে এনে বসিয়েও দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহনকালে মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

জেলার মেলান্দহ উপজেলার ২১ নং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ একজন রোগীকে নিজে কোলে তুলে নিয়ে ভোট প্রদান করান।

অন্যদিকে পুলিশ সদস্য সাইফুল ইসলামের এমন কাজে প্রশংশিত সকল পুলিশ সদস।

মিঠু শেখ জানান, আমি বেশ কয়েক বছর যাবৎ দুরারোগ্য ব্যধিতে ভোগতেছি বলে হাঁটতে পারি না। তাই গাড়ি থেকে নেমে বুথে যেতে পারছিলাম না।

অনেকটা সময় গাড়িতে বসে ছিলাম। কেউ সাহায্যে এগিয়ে আসেনি। পরে এই পুলিশ বাবা আমাকে ভোট দিতে সহযোগিতা করায় আমি ভোট দিতে পেরেছি।

কনস্টেবল রাসেল বলেন, ওই বৃদ্ধ ভ্যানে বসে ভোট কেন্দ্রের দরজার দিকে তাকিয়ে ছিল। তখন বৃদ্ধ ভোটারের কাছে গিয়ে কথা বলি। সমস্যার বিষয়টি বুঝতে পেরে তাকে কোলে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news