জামালপুরের মেলান্দহে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) সকালে মেলান্দহের মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, দুর্যোগ অধিদপ্তরের ডিডি নিতাই চন্দ্র দে সরকার, ভাইস চেয়ারম্যান ড. ইউনুস আলী, মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা মো.কবির হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমানআরা হেনা প্রমুখ।
পত্রিকা একাত্তর/ নাহিদ