patrika71
ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল
মে ২৩, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) উপজেলার নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও গ্রামের পশ্চিম কান্দরের বোরোক্ষেত থেকে দুপুরে তার হাত পা মাথাসহ সমস্ত শরীর এসিডে পোড়ানো অবস্থায় দুর্গন্ধযুক্ত অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নারী শ্রমিকরা ধান কাটতে গেলে বকুল, জাহিরুল ও সফিকুলের জমির কোনে এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পাই। ধারণা করা হচ্ছে ৮-১০ দিন আগে ওই নারীটিকে হত‌্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর। হয়তো কয়েকদিন আগেই পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভকরগাঁও গ্রামের ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তবে ওই নারীর পরনে সালোয়ার কামিজের নমুনা পাওয়া গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও বলেন, স্থানীয় ও ছবিতে দেখে মনে হয় লাশটি অনেক আগের। তাই দেহের মাংস গলে হাড়-হাড্ডি বের হয়ে গেছে।

লাশ বিকৃত হওয়ায় স্থানীয়রা সনাক্ত করতে পারেনি। লাশের শরীরের বুক হাত পা ও মাথাসহ বিভিন্নস্থানে ক্ষত পাওয়া গেছ ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। এ বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।’ এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন