লালমনিরহাটে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের (কাঠালতলি বগেরবাড়ি) এলাকায় এক কিশোরের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। নিহত কিশোর রিফাত হোসেন (১৫) আবদুস সাত্তার ছেলে, তিনি বগেরবাড়ি কাঠালতলি শ্রীরামপুরে ইউনিয়নের বাসিন্দা।
এলাকাবাসী জানায় গতকাল (২১মে) বিকাল ৪ টায় পুকুরের পানিতে গরুকে গেসল করার জন্য পুকুরে নামে কিশোর রিফাত। এরপর থেকেই নিখোঁজ হয় সেই কিশোর।
আজ সকালে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে, সকাল ৭ টায় ওই ছেলের লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, পুকুরের পানিতে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পত্রিকা একাত্তর/লুৎফর রহমান
আপনার মতামত লিখুন :