জামালপুরে বর্জপাতে গৃহবধু ও ড্রেজার শ্রমিকের মৃত্যু


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ২১/০৫/২০২৩, ৯:৩২ অপরাহ্ণ /
জামালপুরে বর্জপাতে গৃহবধু ও ড্রেজার শ্রমিকের মৃত্যু

জামালপুরে পৃথক ঘটনায় বর্জপাতে দুই জন নিহত ও দুইজন আহত হয়েছে। রবিবার (২১মে) দুপুরে জেলার ইসলামপুরে ১জন ও সন্ধা দিকে মাদারগঞ্জ উপজেলায় ১ জনের মৃত্যু ও ২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। জানা যায়, ইসলামপুরে দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে তিনি উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়,রোববার দুপুরে বাড়ির অদূরে আগারি ব্রিজ সংলগ্ন যমুনার নদীর শাখা নদীতে গোসল করতে নামেন তিন সন্তানের জননী মোর্শেদা বেগম। এ সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে মোর্শেদা বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

ইসলামপুরের গৃহবধুর মৃত্যুর ঘটনায় জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ইসলামপুর উপজেলা প্রশাসন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানের মাধ্যমে নিহতের পরিবারের কাছে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়। এদিকে জেলার মাদারগঞ্জে সন্ধা দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ও তিন জন আহত ঘটনায় ঘটেছে।

নিহত ড্রেজার শ্রমিক জহুরুল ইসলাম (৩১) টাংগাইলের ঝাওয়াইল গোপালপুরের সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সন্ধার আগ মুহূর্তে বৃষ্টির মধ্যেই ড্রেজার মেশিন দিয়ে খরকা নদী থেকে মাটি উত্তোলনের কাজ করছিলেন জহুরুল সহ তাঁর সহকর্মীরা। এ সময় হঠাৎ বজ্রপাতে তিন জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমুল বলেন হাসপাতালে আসার আগেই জহুরুলের মৃত্যু হয়েছে।

পত্রিকা একাত্তর/সাকিব আল হাসান