জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার “জামিয়া আরাবিয়া” কওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২০-০৫-২৩ ইং তারিখ বেলা ১১ঘটিকার সময় পৌর সভার বাউসি রেল ক্রসিং এর সন্নিকটে এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু সুফিয়ান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী পৌর মেয়র মনিরুদ্দীন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সরিষাবাড়ী উলামা পরিষদের সহ-সভাপতি মুক্তি হাবিবুর রহমান , সরিষাবাড়ী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর নিপ্পন মন্ডল প্রমুখ। এছাড়াও দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ্য যে অনুষ্ঠানের স্থলে প্রধান অতিথি ডাক্তার মুরাদ হাসান এমপি উপস্থিত হলে তাকে ব্যাপক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরিষাবাড়ী ওলামা পরিষদের প্রচার সম্পাদক ওসামা তামজীদ।
পত্রিকা একাত্তর/ সিহাব উদ্দিন
আপনার মতামত লিখুন :