patrika71
ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

৯২৬ টি বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে এমভি মালয়েশিয়া স্টার

নিজস্ব প্রতিনিধি
মে ২০, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলা বন্দরে বিলাসবহুল ৯২৬ টি গাড়ি নিয়ে এসেছে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া স্টার।

শনিবার (২০ মে) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে এমভি মালয়েশিয়া স্টার।

জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। এর আগে ১২ মে সিঙ্গাপুরের একটি বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে মালয়েশিয়া পতাকাবাহী এমভি মালয়েশিয়া জাহাজটি।

জাহাজটিতে এলিয়ন,প্যারাডো, প্রিমিও এক্সিও, অ্যাকুয়া ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

এমভি মালয়েশিয়া স্টারের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, এই জাহাজে ১৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। গত ১৮ মে ৪৫০টি গাড়ি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। অবশিষ্ট ৯২৬টি গাড়ি মোংলা বন্দরে আনা হয়েছে। আগামী ৩ জুন মালয়েশিয়া স্টার জাহাজে করে আসবে আরও একটি বিলাসবহুল গাড়ির চালান।

এর আগে ৪ মে সকালে এক জাহাজে ৭০৩টি রিকন্ডিশন গাড়ি এসেছিল বাগেরহাটের মোংলা বন্দরে।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স আ্যন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিল না। বর্তমানে ধারাবাহিকভাবে গাড়ি আমদানি করা হচ্ছে। ভবিষ্যতে গাড়ি আমদানি আরও বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

পত্রিকা একাত্তর/ শামীম হাসান