বংশীয় পেশায় প্রদীপ পালের এক দিনের চিত্র প্রতিদিনের


জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ প্রকাশের সময় : ২০/০৫/২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ /
বংশীয় পেশায় প্রদীপ পালের এক দিনের চিত্র প্রতিদিনের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বংশীয় পেশায় থাকা প্রদীপ পাল গ্রাম থেকে গ্রামে ঘুরে মাটির হাড়ি পাতিল বিক্রি করেন। তার একদিনের এমন চিত্র প্রতিদিনের।

উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার প্রায় ৫৮ বছর বয়সী প্রদীপ পাল নিজের বাড়ীতেই মাটির হাড়ি , পাতিলসহ নানা গৃহস্থালি সামগ্রী তৈরী করেন। তার পূর্ব পুরুষেরা এ কাজ করেছেন। এটি তাদের বংশীয় পেশা। প্রতিবেদককে তিনি বলেন নিজেরাই বাড়ীতে মাটির হাড়ি, পাতিলসহ নানা সামগ্রী তৈরী এবং তা বিক্রি করেন। প্রতিদিন সকালে দুটি ঝুড়িতে মাটির তৈরী সামগ্রী সাজিয়ে বিক্রির জন্য গ্রামের পথে বের হন। বাইক কাধে ঝুড়ি দুটি ঝুলিয়ে বের হন। এখন বোরো ধান গৃহস্থ কৃষকদের বাড়ীতে উঠছে।

প্রদীপ পাল আরো বলেন, গৃহস্থ পরিবারের গৃহিণীরাই তার কাছ থেকে এসব সামগ্রী কেনেন। তিনি ধানের বিনিময়ে মাটির হাড়ি, পাতিল, বাসন কোসন বিক্রি করেন। সব মিলিয়ে ভরদিনে গ্রামের পথে সাত থেকে আট মাইল পায়ে হেটে এসব বিক্রি করে বাড়ী ফেরেন। সপ্তাহের প্রতিদিনই তিনি এভাবে হেটে বেড়ান।

পত্রিকা একাত্তর/ শাহাদত হোসেন