ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট এর অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র আয়োজনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক অধিপরামর্শ সভা ১৮ মে ২০২৩ দুপুরে বিদ্যালয় শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়।
বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জুলফিকার আলী মল্লিক এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর চৌধুরী আব্দুর রব।
অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য এফ, এম, মোস্তাফিজুল হক, পূরবী রাণী দাস, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: ইলিয়াস শেখ, সহকারি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, মৃন্ময় কান্তি সাহা, নাসরিন সুলতানা, সরোজিৎ কুমার মিস্ত্রি, মো: জুয়েল শেখ, এসিজি সমন্বয়কারী সুজয় কুমার ঘোষাল, সদস্য বিদুর কান্তি দাস, ইসরাত জাহান, ফাতেমা আক্তার, আলিমুন হক প্রমুখ।
অধিপরামর্শ সভায় অত্র বিদ্যালয়ের শিক্ষার বিভিন্ন দিক ও শিক্ষার মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে সর্বদা নজর রাখা, শিক্ষার্থীরা যাতে যখন তখন বাইরে যেতে না পারে সেজন্য একটি গেট তৈরি করা, সিলেবাস দেয়া, শিক্ষক সংকট দুরীকরণে পদক্ষেপ নেয়া, মাদক ও স্মার্ট ফোনের অপব্যবহার রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা ইত্যাদি।
প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকসহ সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষার্থীদের গুননগত শিক্ষা দানের বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় অত্র বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি পাবে।
পত্রিকা একাত্তর/ আবু তালেব
আপনার মতামত লিখুন :