patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

জেলা প্রতিনিধি, নড়াইল
মে ১৮, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো.বায়েজিদ মোল্যাকে (৩৮) কুপিয়ে আহত করেছে অজ্ঞাতনামা দূবৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুডাঙ্গা গ্রামের রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। আহতকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ বাগুডাঙ্গা গ্রামের মো.বাদশা মোল্যার ছেলে।

বায়েজিদ জানান, দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতির সাথে তিনি জড়িত থাকার করণে তার ওপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আছে। তারই জের ধরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বাগুডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা ৪/৫ জন দূবৃত্ত তাকে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

উপজেলার নড়াগাতি থানা ছাত্রীগের সভাপতি মো.মঞ্জুরুল ইসলাম চৌধুরী ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু