দুর্গাপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মূক্ত বাজেট সভা


উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর প্রকাশের সময় : ১৭/০৫/২০২৩, ৯:০৮ অপরাহ্ণ /
দুর্গাপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মূক্ত বাজেট সভা

দুর্গাপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মূক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বিভাগে ১ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৫৮৩ ও উন্নয়ন বিভাগে কোটি ৩২ লাখ ২৩ হাজার ১৩৬ টাকা মোট ৩ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৭১৯ টাকার উন্মূক্ত বাজেট ঘোষনা করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল্ ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভুমি) শ্রী কৃঞ্চ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আবদুল মোতালেব মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান ফিরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবা খাতুন, উপজেলা প্রকৌশলী মাসূক-ই মোহাম্মদ মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, আজাহার আলী খাঁন, রিয়াজুল ইসলাম রেন্টু, আকতার আলী, জাহাঙ্গীর আলম সম্রাট, মিজানুর রহমান মিজান, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আবদুর রব সহ সকল দপ্তরের প্রধানগন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষক মন্ডলী সহ নানা শ্রেনী পেশার সাধারন জনসাধারন উন্মূক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ রাজু আহমেদ