গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত গত দুই দিনের শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি, দোকানপাট, গাছপালার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সরকারিভাবে ঘরবাড়ির পরিমান ২৪৬টি নিধারণ করা হলেও বেসরকারিভাবে এর পরিমান অনেক বেশি।
বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটির পৌরসভার উপর দিয়ে প্রবাহিত বছরের প্রথম কালবৈশাখী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় কমপক্ষে পাঁচশত ঘরবাড়ি, দোকান পাট এবং ৫ হাজার ছোট বড় গাছপালা ভেঙে গেছে। উপজেলার তারাপুর ও বেলকা ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত দৃুই দিনের ঝড়ো হাওয়ায় ২৪৬ ঘরবাড়ি, দোকানপাট ও ৩৬০ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বেসরকারিভাবে এর পরিমান অনেক বেশি।
উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, তার ইউনিয়নে কমপক্ষে একশত ঘরবাড়ি এবং এক হাজার গাছপালা ক্ষতি হয়েছে। ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যাওয়া পরিবার গুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। এখন পর্যন্ত সরকারিভাবে কোন প্রকার সহায়তা প্রদান করা হয়নি। তবে তালিকা পাঠানো হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা খন্দকার মেহেদী হাসান জানান, গত দুই দিনের ঝড়ো হাওয়ায় কমপক্ষে দুই হাজার গাছপালা ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, দুই দিনের ঝড়ো হাওয়ায় কমপক্ষে ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের মাধ্যমে তালিকা সংগ্রহ করে তা জেলায় পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল
আপনার মতামত লিখুন :