বাগেরহাটের মোল্লারহাটে শেখ জিয়াদ আলী (২৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে মোংলার উপজেলার গাংনী ইউনিয়নের জয়খা এলাকার সড়ক সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শেখ জিয়াদ আলী গাংনি ইউনিয়নের সরুলিয়া গ্রামের মোতালেব আলী শেখের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেনদাশ বলেন, জয়খা এলাকার সড়কের পাশের একটি পুকুর থেকে জিয়াদ আলী নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এটি হত্যাকান্ড না আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানতে পুলিশ কাজ শুরু করেছে। এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পত্রিকা একাত্তর/ শামীম হাসান
আপনার মতামত লিখুন :