দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের সাগাইহাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে নিহত শিশু হিমু (৪) এর অসহায় পরিবারকে নগদ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসা’র (ইউএনও) পরিমল কুমার সরকার।
মঙ্গলবার (১৬ মে) সকালে নিহত শিশু হিমু’র বাড়িতে সরকারি এ সহায়তা নিয়ে উপস্থিত হন নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। এ সময় উপজেলা প্রকল্প বাসতবায়ন কর্মকর্তা কাওছার আলী, ৬নং জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
নিহত হিমু আক্তার হিয়া (৪) বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের সাগাইহাটা (ফকিরপাড়া) গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
জানা যায়, গত সোমবার (১৫ মে) বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন নিহত শিশু হিমু আক্তার হিয়া’র মা লাবনি আক্তার। এসময় ওই শিশুর বাবা হেলাল উদ্দিনকে ভাত খেতে দিতে বাড়িতে আসেন মা লাবনি আক্তার। কিছুক্ষণ পরে ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে আসেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশু হিমুকে পুকুরে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করলে ঘটনাস্থলে হিমু্ আক্তার হিয়া’র মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার নিহত হিমু্’র পরিবারকে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি উপস্থিত সকল বাচ্চাদের খেয়াল রাখার পরামর্শ প্রদান করেন।
তিনি আরো জানান, বিরামপুর উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে।
পত্রিকা একাত্তর/ এবিএম মুছা
আপনার মতামত লিখুন :