শেরপুর থানার নবাগত ও বিদায়ী ওসিকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ১৪/০৫/২০২৩, ৮:২০ অপরাহ্ণ /
শেরপুর থানার নবাগত ও বিদায়ী ওসিকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে থানার নবাগত অফিসার ইনচার্জ বাবু কুমার সাহার বরন ও বিদায়ী অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৪ মে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, নবাগত পুলিশ পরিদর্শক আজমগীর হোসেন আজম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান জিন্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী অতিথিদের ফুলের তোড়া ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ