বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার ভাষান্দল গ্রামে বৃদ্ধের ঘরের সামনেই গাছ থেকে করিম তালুকদার (৬৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ মে) সকালে নিজ বাড়ির সামনের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত করিম তালুকদার ওই গ্রামের মফেজ উদ্দিন তালুকদারের ছেলে।
নিহতের স্ত্রী রাশিদা বেগম বলেন ভোর ৫টার দিকে আমার ঘুম ভেঙে যায়, চোখ মেলে দেখি ঘরের সদর দরজা খোলা ঘরে আমার স্বামী নাই। পরে বাইরে বেরিয়ে আধো আলোতে দেখি আমার স্বামীর মরদেহ ঝুলছে ঘরের সামনে থাকা গাছের মগডালে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/ শামীম হাসান
আপনার মতামত লিখুন :