মাইকিং করে সতর্ক করছে উপকূলবর্তী জনগনকে


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ১৪/০৫/২০২৩, ১:০৯ পূর্বাহ্ণ /
মাইকিং করে সতর্ক করছে উপকূলবর্তী জনগনকে

ঘূর্নিঝড় মোখার আঘাত হানার সময় যত ঘনিয়ে আসছে উপকূলীয় এলাকার মানুষের আতঙ্ক তত বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে জেলা-উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কাজও বৃদ্ধি পাচ্ছে। সাধারণ জনগণকে ঘূর্নিঝড় মোখার ভয়াভয়তা জানানোর জন্য মাইকিং করা হচ্ছে।

সঠিক সময়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং নিরাপদ দুরত্বে থাকার আহ্বান করা হয়েছে। মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এদিকে শনিবার সকাল থেকে বাগেরহাটের আবহাওয়া ছিল স্বাভাবিক। সারাদিন রোদ-মেঘের খুনসুটি চলেছে আকাশে। ভারি মেঘ বা বৃষ্টি কোনটাই ছিলো না বাগেরহাটের আকাশে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার তেমন আগ্রহ দেখা যায়নি।

পুলিশের পক্ষ থেকে পশুর নদীর মামার ঘাট, পৌর শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন।

তিনি বলেন, সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ায় মোংলা উপজেলার মানুষ ঝড়-জলচ্ছাস মোকাবেলা করে বেচে থাকেন। যার কারণে এই এলাকার মানুষ বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে চায় না। তাই জনগণকে মোখার ভয়াভয়তা এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে মাইকিং করা হয়েছে।

অন্যদিকে কোস্টগার্ড মোংলা জোনের পক্ষ থেকে মোংলার পশুর নদীসহ এই উপজেলার দূর্গম এলাকায় মাইকিং করা হয়েছে। নদীতে থাকা মাছ ধরার ট্রলার গুলোকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। সেই সাথে মাইকিংয়ের মাধ্যমে মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে খোলা কন্ট্রোলরুমের মুঠোফোন নাম্বার (০১৭৬৯৪৪৪৯৯৯) সবাইকে জানাচ্ছেন কোস্টগার্ড সদস্যরা।

পত্রিকা একাত্তর/শামীম হাসান