প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজস্ব গাছ ভেঙে অভিযোগ!


উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ প্রকাশের সময় : ১৩/০৫/২০২৩, ১০:২৭ অপরাহ্ণ /
প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজস্ব গাছ ভেঙে অভিযোগ!

বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা গ্রামের সরদার বাড়িতে নিজস্ব গাছপালা কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায় যে, বড় পুইয়াউটা গ্রামের মৃত মাইনুদ্দিন সরদারের কন্যা মোসাঃ সাবিনা বেগমের সাথে একই গ্রামের মৃত আনেচ আলী হাজারার পুত্র মোঃ হানিফ হাজারা গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকিলে মোসাঃ সাবিনা বেগম মোকাম বিজ্ঞ বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে আনেচ আলী হাজারা মোঃ হানিফ হাজারা সহ মোট ৯ জনকে বিবাদী করে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় এমপি-৪৪৯/২০২২ মোকদ্দমা দায়ের করিলে বিজ্ঞ আদালত সহকারী কমিশনার (ভূমি), বাকেরগঞ্জকে তারে সরেজমিনে তদন্তের আদেশ দিলে তিনি তাহার কার্যালয়ের সার্ভেয়ার মোঃ রিয়াজ উদ্দীনকে তদন্ত প্রতিবেদনে আদেশ দেন।উক্ত তদন্তকারী কর্মকর্তা উক্ত নং মোকাদ্দমার মন্তব্য কলামে লিখেন বাদী ও বিবাদী উভয়ের মালিকানা সঠিক, তবে মামলায় বর্ণিত জমি বিবাদী পক্ষের ভোগ দখলে আছে।

উক্ত মামলার জের হিসেবে গত ১১ ই মে রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক১১:৩০ঘটিকার সময় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে মোঃ হানিফ হাজারা গংরা বিভিন্ন ফলজ গাছ গাছ কর্তন করে বলে সাবিনা বেগম অভিযোগ করে জানান।তবে এ বিষয়ের সত্যতা জানতে চাইলে হানিফ হাজারা তার প্রতিপক্ষকে দোষারুপ করেন।

পত্রিকা একাত্তর/ ইমাম হোসেন