patrika71
ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধার জমি গ্রাস করার জন্য রাজ্জাকের বেপরোয়া ভূমিদস্যিপনা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
মে ১৩, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা গোবিন্দপুর মৌজার রেহেনা খাতুনের ৩৩ শতক জমি রাজ্জাকের কাছে প্রায় ১৫/১৬ বছর আগে ৬০ হাজার টাকার বিনিময়ে বন্ধক রাখেন দুলাল মন্ডল এর স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন। বর্তমান ১৬৯ নং দাগে জমিটি অবস্থিত।

বর্তমানে দোলুয়া গ্রামের আজিত মন্ডলের পুত্র রাজ্জাক উক্ত তপশিলের জমি গ্রাস করতে ভূমিদস্যিপনা শুরু করেছে। বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশ হিসেবে বিবাদমান জমিতে জোরপূর্বক পুকুর খনন করেছে। জমিতে প্রকৃত মালিকের যাতায়াত নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রভাবশালী ভূমিদস্যু থানায় দুলাল মন্ডল, রেহেনা খাতুন ও তার কন্যা সালমা খাতুন সহ ৪ জনের নামে থানায় অভিযোগ করে জমি রেজিস্ট্রি করে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। প্রকৃত মালিককে হুমকি দিচ্ছে ও হয়রানি করছে।

সালমা খাতুন জানালেন, তার মা রেহেনা খাতুন ২ দলিলে আনোয়ারা খাতুন ও ইব্রাহিম হোসেন এর নিকট থেকে ২৩/০১/২০০২ ইং তারিখে রেজিষ্ট্রি মোতাবেক ক্রয় সূত্রে উক্ত ১ বিঘা জমি ক্রয় করেন। এই জমি পুনরায় বিক্রয় করার শর্তে কারো কাছ থেকে বায়না নেয়া হয়নি। তবে সালমা খাতুন জমি কট দেয়ার শর্তে ৬০ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেন। তবে জমি রেজিষ্ট্রি করে দেয়ার কোন চুক্তিনামা নাই। বায়না নামাও নাই। এমতাবস্থায়, এলাকায় প্রভাবশালী হওয়ায় রাজ্জাক গং বিভিন্ন রকমের চক্রান্তে মেতে উঠেছে। যেনতেনভাবে বৃদ্ধার জমি রেজিস্ট্রি করে নেয়ার জন্য চরম চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপর।

ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামীকাল শনিবার এবিষয়ে উভয় পক্ষকে নিয়ে সমাধানের উদ্দেশ্যে শালিশের উদ্যোগ গ্রহণের কথা জানা গেছে।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন