ডোমারে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৬ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে ‘সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ই মার্চ) সকাল সাড়ে ৯টায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মোতালেব সরকার। এতে সভাপতিত্ব করেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ বাংলাদেশের ক্ষুদ্রঋণ/দারিদ্র্য বিমোচনের সুতিকাগার এবং পথিকৃৎ হিসেবে দেশের প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে সূচনা করে এক নতুন ও বর্ণিল ইতিহাস।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news