নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন (৫১) ও মহিন উদ্দিন দিদার (২৬) নামে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন, বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ড (সাহাব উদ্দিন চেয়ারম্যান বাড়ী) মোঃ নুর ইসলাম ছেলে মহিন উদ্দিন দিদার(২৬) ও অপর আসামি বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড (নূর মোহাম্মদ হাফেজ বাড়ীর) মৃত দুলা মিয়ার ছেলে, মোঃ আনোয়ার হোসেন (৫১)। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের মুজিব কলেজ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশসূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড সরকারী মজিব কলেজের উত্তর পার্শ্বে ফারুক হোসেনের মালিকানাধীন সুখিনী নামক বিল্ডিং এর সামনে রাস্তার উপর থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের দেহ তল্লাশী করে আসামী মহিন উদ্দিন প্রঃ দিদার এর পরিহিত লুঙ্গীর পিছনে কোচে গুছানো অবস্থায় ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের নামে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা ও রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ