নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়ি নির্মাণে পঞ্চাশ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মাঈন উদ্দিন(৩৪) নামের এক যুবককে পুলিশে দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
মাঈন উদ্দিন বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বানু মাঝির বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।
বুধবার (১০মে) বিকেলে তাকে ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সকাল ১০টার দিকে ওই আসামিকে আটক করে থানায় সোপর্দ করেন মেয়র।
মামলার বাদী ব্যবসায়ী নুরনবী বলেন, বসুরহাট পৌরসভার ইদ্রিছিয়া রোডে আমার ভায়রা প্রবাসী আনোয়ার হোসেন সোহেলের বাড়ি নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন মাঈন উদ্দিন ও তার সহযোগীরা। পরে ভয়ভীতি প্রদর্শন করলে গত ১৫ এপ্রিল তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। বুধবার সকালে বিষয়টি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বিষয়টি জানতে পেরে মাঈন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আমি মাঈন উদ্দিনসহ তার আরও দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা করি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, আসামি মাঈন উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ