বাগেরহাটের মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ মোঃ আবুল কাসেম সোহেল (২৫) নামে এক মাত্র মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১০ মে) দুপুরে মোল্লাহাট বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আবুল কাশেম সোহেল লক্ষ্মীপুরের কমলনগর থানার চর-পাগলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে গাঁজাসহ কাশেমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, সোহেলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। আসামী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে মোল্লাহাটে বিক্রির জন্য আসে।
পত্রিকা একাত্তর/ সৌরভ কুমার
আপনার মতামত লিখুন :