ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র আয়োজনে ভূমি খাতে সেবার মানোন্নয়নের লক্ষে বাগেরহাট সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র এক মতবিনিময় সভা অদ্য ১০ মে ২০২৩ সকালে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম. সাইফুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক’র ভূমি বিষয়ক উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট এস, এম, নওরোজ মহীত। অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন সনাকের ভূমি বিষয়ক উপকমিটির যুগ্ম আহবায়ক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, সদস্য অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ, সনাক সদস্য অধ্যাপক খান সালেহ আহমেদ, এসিজি সদস্য সুমন শেখ, শাহাদৎ হোসেন শুভ প্রমুখ।
পরামর্শ সভায় ভূমি খাতে সেবার মানোন্নয়নের লক্ষে সনাকের অ্যাক্টিভ সিটিজেনন্স গ্রুপ (এসিজি) পরিচালিত বেজলাইন প্রতিবেদন শেয়ার করা হয়। এ ছাড়া গণশুনানী আয়োজন, মধ্যোমে ভোগীদের কাছে না গিয়ে ভূমি অফিসে এসে সেবাগ্রহণ, তথ্য উন্মুক্তকরণসহ ভূমিসেবা বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, চলতি অর্থবছরের এ পর্যন্ত বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিস প্রায় এগার হাজারের মত নামজারি সম্পন্ন করেছে। সদর উপজেলায় একশত চুরাশি টি মৌজার মধ্যে একশত একাশি টি মৌজার বিআরএস তথ্যের অনলাইন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেবাগ্রহীতাদের সচেতন হতে হবে এবং নিজে সরাসরি সেবাগ্রহণ করতে হবে।
পত্রিকা একাত্তর/ আবু তালেব
আপনার মতামত লিখুন :