বন্যায় ক্ষয়ক্ষতি রোধে ডোমারে জনসচেতনতামূলক কর্মশালা


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৮/০৫/২০২৩, ২:২৫ অপরাহ্ণ /
বন্যায় ক্ষয়ক্ষতি রোধে ডোমারে জনসচেতনতামূলক কর্মশালা

“বন্যার ক্ষতি থেকে বাঁচতে হলে, সচেতন হই সবাই মিলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বন্যায় ক্ষয়ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ।

সোমবার (৮ই মে) সকাল সাড়ে ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হয় বন্যার ক্ষয়ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাহিদা তাসনিম হিমি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের প্রতিনিধি সাকিলুর রহমান, মুস্তাকুল হাসান প্রমূখ।

কর্মশালায় বন্যা, ভূমিধস ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে করণীয় সম্পর্কিত আলোচনা করা হয়। এছাড়া এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে ও অন্যদের বাঁচাতে সবার করণীয় সম্পর্কে সতর্কতা ও জনসচেতনতামূলক বক্তব্য পেশ করা হয়।

উল্লেখ্য, কর্মশালাটিতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারী, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ রিশাদ