নড়াইলে পলিটেকনিক ইনষ্টিটিউট পাশ হওয়ায় আনন্দ মিছিল


জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশের সময় : ০৭/০৫/২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ /
নড়াইলে পলিটেকনিক ইনষ্টিটিউট পাশ হওয়ায় আনন্দ মিছিল

নড়াইল জেলায় পলিটেকনিক ইনষ্টিটিউট পাশ হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লোহাগড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে লোহাগড়াবাসীর আয়োজনে আনন্দ মিছিলটি লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর আওয়ামীগ কার্যালয়ের সামনে শেষ হয়।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা ছদর উদ্দিন শামীম, জিয়াউর রহমান শিকদার ,কামাল হোসেন, এস এম এ ডলার, শ্রীকান্ত বিশ্বাস, দিদারুল ইসলাম, কে এম ফেরদৌস তপু, বারিক মোল্যা প্রমুখ । আনন্দ মিছিলে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু