patrika71
ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে দোকান কর্মচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর
মে ৭, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচাঁন্দি এলাকায় অন্যমনস্ক হয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সোহাগ মিয়া (৩৫) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। নিহত সোহাগ ওই এলাকার জমশেদ আলীর ছেলে।

শনিবার (৬ মে) রাত ১২টার দিকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৭৪৩ নং ট্রেনে কাটা পড়ে ওই দোকান কর্মচারীর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মলি আক্তার (২৭) জানান, আমার স্বামী সোহাগ মিয়া ২০১৩ সাল হতে যক্ষা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি যক্ষা রোগের বিভিন্ন ঔষধ সেবন করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তিনি রাতে চোখে দেখতেন না এবং কানেও শুনিতেন না।

শনিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে রেল লাইনের উপর দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তিনি।

জামালপুর জিআরপি থানার ওসি গুলজার হোসেন জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পত্রিকা একাত্তর/ সাকিব