সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় আহত ৪, গ্রেপ্তার ১০


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ০৭/০৫/২০২৩, ৪:২৯ অপরাহ্ণ /
সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় আহত ৪, গ্রেপ্তার ১০

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে।

জানা গেছে ওই গ্রামের হায়দার আলীর স্ত্রী আনোয়ারা বেগমের হাঁস প্রতিবেশি বাবলু মিয়ার ধানক্ষেত নষ্ট করে। এনিয়ে বাবলু মিয়া আনোয়ারা বেগমকে বকাঝকা করে। এতে ক্ষুদ্ধ হয়ে আনোয়ারা বেগম তার স্বজনদের খবর দেয়। স্বজনরা খবর পেয়ে আনোয়ারা বেগমের বাড়িতে উপস্থিত হয়ে বাবলু মিয়ার বাড়িতে গিয়ে মারপিঠ করে বাবলু মিয়া, সুরুজ মিয়া, রওশনা আরা বেগম ও নুরবানু বেগমকে আহত করে।

ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে আনোয়ারা বেগমের স্বজনদের ধাওয়া করে। এতে আনোয়ারা বেগমের স্বজনরা তার বাড়িতে গিয়ে আত্মগোপন করে। এরই এক পর্যায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনোয়ারা বেগমের স্বজন মামুন মিয়া, সুমন মিয়া, লাল মিয়া, জুয়েল মিয়া, মন্জু মিয়া, গোলাম মোস্তফা, জিয়াউর রহমান, মনোয়ারুল ইসলাম, মাহমুদুল হাসান, আরিফ বসুনিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এনিয়ে রাতেই বাবলু মিয়া থানায় মামলা করলে পুলিশ শনিরাব আসামিদের জেল হাজতে পাঠিয়ে দেয়। থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, আসামিগণ বেআইনিভাবে প্রতিপক্ষের উপর হামলা করেছে। এনিয়ে মামলা হলে,তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল