নোয়াখালী কোম্পানীগঞ্জ গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার রাত ১টায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই আকতার হোসেন সঙ্গীয় অফিসার এএসআই আনোয়ার হোসেন, এএসআই জালাল উদ্দিন সহ রাত্রিকালীন বিশেষ অভিযান ডিউটি করার সময় ১২০ গ্রাম গাঁজা সহ ৪জনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড (আজুদী চৌকিদার বাড়ী) পিতা-মৃত মিলন মিয়ার ছেলে মোঃ তুহিন (২৮)। বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড (হাড় কাটাগো বাড়ীর) মোঃ সিরাজের ছেলে ফরহাদ (৩২)। কবিরহাট উপজেলার ভূইয়ারহাট বাজারের দুলাল হোসেনের ছেলে মোঃ রায়হান (২৪) ও ৭নং মুছাপুর ইউপির ৮নং ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল আজিজ সাইমুন(২৫)।
এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৩(১) সারণি ১৯(ক) মূলে গ্রেফতার করে মামলার রুজু ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ
আপনার মতামত লিখুন :