গুরুদাসপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর প্রকাশের সময় : ০৪/০৫/২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ /
গুরুদাসপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ জুয়েল রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার কাছিকাটা টোল প্লাজায় নওগাঁ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ৬৫ বোতল ফেন্সিডিলসহ জুয়েলকে গ্রেপ্তার করা হয়। জুয়েল চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড়টাপ্পু গ্রামের নেচ মোহাম্মাদের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামী জুয়েলকে আদালতে প্রেরন করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন