মেঘনা নদীতে চলন্ত যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া নারীকে ১০ ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় শরিয়তপুর জেলার কোদালপুর সংলগ্ন ঠান্ডাবাজার এলাকায় গুশাইহাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি ঈগল-৩ থেকে চলন্ত অবস্থায় জোহরা বেগম (৩৮) নামের এক মহিলা নদীতে পড়ে যায়।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট হাইমচর কর্তৃক অদ্ধার অভিযান (সার্চ এ্যান্ড রেসকিউ অপারেসন্স) পরিচালনা করা হয়। দীর্ঘ ১০ ঘন্টা অভিযান পরিচালনা করে বৃহঃবার (৪ মে) সকাল সাড়ে ৯ টার সময় নদীর পাড় থেকে নিখোঁজ জোহরা বেগম কে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত জোহরা বেগম লঞ্চ থেকে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পাওয়ায় কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/ রবিউল ইসলাম
আপনার মতামত লিখুন :