চুয়াডাংগা জেলার জীবন নগর সেনেরহুদায় মাটি বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৩৫) নামের এক ব্র্যাক এনজিওকর্মী নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ব্র্যাক এনজিও কর্মীঅনাদি চরণ বৈদ্য (৩২)।
বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা আক্তার আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের ক্রেডিট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়।
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার সময় আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের দুই ক্রেডিট কর্মকর্তা অফিসের কাজে মোটরসাইকেলযোগে সেনেরহুদা গ্রামে যাচ্ছিলেন। এ সময় তারা সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা অবৈধ মাটি ভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী নাজমা আক্তার ট্রাক্টরের নিচে চাপা পড়ে এবং ট্রাক্টরের চাকা মাথার উপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই নিহত হন এবং চালক অনাদি চরণ বৈদ্য গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পত্রিকা একাত্তর/তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :