patrika71
ঢাকাবুধবার , ৩ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, শার্শা
মে ৩, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বেনাপোলে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

বুধবার (৩রা মে) দিবাগত রাতে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

নিহত তন্বী মন্ডল বেনাপোল বালুন্ডা গ্রামের (জেলে পাড়ার) শ্রী রাম মন্ডলের কন্যা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কাল রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে তার মা শ্রীমতি বিলাসী রানী বকাবকি করে।

এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে বলে মনে হচ্ছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজন সহ প্রতিবেশিকে ডাকাডাকি করে নিচে নামায়।

বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর/আবু বকর