ঝিনাইগাতীর গারো পাহাড়ে চোরাই কাঠের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত


জেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ০২/০৫/২০২৩, ৭:০১ অপরাহ্ণ /
ঝিনাইগাতীর গারো পাহাড়ে চোরাই কাঠের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই কাঠের ছবি তোলতে দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১মে সোমবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরনদুধনই বাজারে।

ওই দুই সাংবাদিক হলেন, গ্লোবাল টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মুহাম্মদ আবু হেলাল ও মানবকন্ঠের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি জিয়াউল হক।

জানা গেছে, গত শনিবার কালবৈশাখী ঝড়ে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সামাজিক বনের গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়। কালবৈশাখীর তান্ডবে শতশত গাছপালা উপড়ে পড়ে। নিয়ম অনুযায়ী উপড়ে পড়া গাছ সংশ্লিষ্ট ফরেস্ট বিট অফিসে সংরক্ষণের কথা। পরে এসব গাছ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে একভাগ, অপরভাগ অংশিদারের মাঝে বিতরন করার কথা। কিন্তু এখানে তা না করে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের যোগসাজশে অংশিদারদের মাধ্যমে চোরাইভাবে সরাসরি কাঠ বিক্রি করা হচ্ছে। সোমবার বিকাল চারটায় গুরুচরনদুধনই গ্রামের আবুল কাশেমর বাড়িতে রাখা প্রায় দুইশ সিএফটি চোরাই কাঠের ছবি তোলতে যান ওই দুইজন সাংবাদিক। এসময় আবুল কাশেমসহ তার লোকজন ওই দুই সাংবাদিককে ছবি তোলতে বাঁধা দেন এবং তাদের লাঞ্চিত করে।

এসময় ওই দুই সাংবাদিক রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু চোরাই কাঠগুলো উদ্ধারের ব্যবস্থা গ্রহন করা হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, চোরাই কাঠ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সাংবাদিক জিয়াউল হক ৪ জন সহ ৭০/৮০ জনকে বিবাদী অজ্ঞাতনামা আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পত্রিকা একাত্তর/ আবু হেলাল