বিরামপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার


উপজেলা প্রতিনিধি, বিরামপুর প্রকাশের সময় : ০২/০৫/২০২৩, ৬:১৮ অপরাহ্ণ /
বিরামপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার

বিরামপুর পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়ার ঘাঁসের জমি থেকে মঙ্গলবার ( ২ মে) পুলিশ এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।

নিহত বৃদ্ধ আব্দুল ওয়াহেদ মুন্সি (৮০) ভবানীপুর মুন্সিপাড়া গ্রামের মৃত: মনছের মুন্সির ছেেল। নিহতের স্বজনরা জানান, আব্দুল ওয়াহেদ মুন্সি পেশায় একজন কবিরাজ ছিলেন এবং তিনি ঝাড়-ফুঁক করে বেড়াতেন। সোমবার(১মে) সন্ধ্যা থেকে আব্দুল ওয়াহেদকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন মনে করে তিনি হয়তো অন্য গ্রামে কাজে গিয়েছেন।

মঙ্গলবার (২ মে) সকালে প্রতিবেশিরা বাড়ির পূর্ব পাশ্বে নেপিয়ার ঘাঁসের জমিতে ঐ বৃদ্ধের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তারা পরিবার ও পুলিশকে সংবাদ দেন। লাশের গলায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ঘটনার রহস্য উঘাটনে পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট মাঠে নেমেছে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

পত্রিকা একাত্তর/ এবিএম মুছা