হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩০ এপ্রিল )সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃংখলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
সভায় বানিয়াচং উপজেলায় সাম্প্রতিককালে গ্রাম্য দাঙায় ১মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্ধেগ প্রকাশ করা হয়েছে এবং ওসিকে আইনশৃঙ্খলা অবনতির কারণে তুলোধুনো করা হয় জনপ্রতিনিধিদের বক্তব্যে।
গ্রাম্য দাঙা প্রতিরোধে গ্রামে গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।
এছাড়া বিভিন্ন মামলায় নিরীহ-নিরপরাধ ব্যাক্তিদের আসামি করে হয়রানি না করার জন্য ও আহবান জানানো হয়েছে।
সিএনজি অটোরিকশা দূর্ঘটনায় একের পর এক যাত্রীদের দূর্ঘটনা জনিত মৃত্যুতে উদ্ধেগ প্রকাশ করা হয়। বানিয়াচং-হবিগঞ্জ রোডে চলাচলকারী সিএনজি অটোরিকশার যাত্রীদের নিরাপদ রাখার জন্য একটি নির্দিষ্ট গতিতে গাড়ি চলাচল করার জন্য সুপারিশ করা হয়।
এছাড়া সিএনজি অটোরিকশা ষ্ট্যান্ডগুলোতে নির্ধারিত ভাড়া উল্লেখ করে চার্ট টাঙানোর নির্দেশ থাকা স্বত্ত্বেও চার্ট না টাঙানোয় অভিযান পরিচালনা করার কথা সভাকে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নাজমুল হাসান, ওসি তদন্ত আবু হানিফ, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দাস, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার, পল্লী বিদ্যুৎয়ের ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, মিজানুর রহমান খান, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসউদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, সাদিকুর রহমান, শেখ মিজান, নাসিরুদ্দিন চৌধুরী, প্রমুখ।
পত্রিকা একাত্তর/ আকিকুর রহমান
আপনার মতামত লিখুন :