প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে ফসলের মাঠে নেমেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
(৩০ এপ্রিল) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড পাপুয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এর নির্দেশে এবং নোয়াখালী ১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এর নির্দেশে নোয়াখালি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফাহাদ ইউসুফ প্রমিত ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ভূঁইয়া এবং সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল ও যুগ্ম আহ্বায়ক মোঃনুর উদ্দিন শামীম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী বোরো ধান কাটায় অংশ নেয়।
এসময় কৃষকের ১৫ শতক জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা! শ্রমিক সংকটে ধান কাটায় দুশ্চিন্তায় থাকা কৃষক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নোয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ভূঁইয়া বলেন এ মাসে তীব্র গরম, ঝড় বৃষ্টি সহ নানা কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছি যেখানে শ্রমিক পাওয়া যাবেনা সেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিবে।
সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃনুর উদ্দিন শামীম বলেন আমাদের একমাত্র বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, সে মোতাবেক সারা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে কাজ শুরু করেছে! তিনি আরও বলেন আমরা রাজনীতি করি মানুষের জন্য! তাই আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিয়ন এর সভাপতি সাধারণ সম্পাদক সহ ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পত্রিকা একাত্তর/ শাহাদাত হোসেন
আপনার মতামত লিখুন :