নানাবাড়িতে বেড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় শিমুল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নাটোরের গুরুদাসপুরের দড়িবামনগাড়া গ্রামের শামীম হোসেনের শিশু ছেলে শিমুল।
আজ শনিবার সকাল ১০টার দিকে সিংড়ার কলম ইউনিয়নের নাছিয়ার কান্দি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সে। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন
আপনার মতামত লিখুন :