patrika71
ঢাকাশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় ট্রলারডুবি: মেলেনি বরসহ নিখোঁজ ৪ জনের সন্ধান

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে বরযাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় বরসহ নিখোঁজ ৪ জনের এখনো সন্ধান মেলেনি।

আজ শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ৪ টি টিম ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেরা আজ সকাল ৬টার দিকে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনচালিত ট্রলারটি উদ্ধার করেছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে’।

এদিকে গতকাল বিকেলে উদ্ধার হওয়া অন্তঃসত্ত্বা নারী লিপি বেগমের মরদেহ আজ সকালে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মিনা উপজেলার পালদি গ্রামের রাব্বি হাওলাদারের সঙ্গে চর শাহজালালের বাসিন্দা হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত ট্রলারটি শুক্রবার বিকেল ৫টার দিকে মাঝ নদীতে ডুবে যায়।

ওই ঘটনায় বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম, লিপি বেগমের মেয়ে খাদিজা (৮), ও শিশু মারিয়া (৮) নিখোঁজ আছে।

পত্রিকা একাত্তর/ এস.এম.সোহান