“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে কমিউনিটি ক্লিনিকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (২৬শে এপ্রিল) দিনব্যাপী উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া সিসি প্রাঙ্গনে কমিউনিটি ক্লিনিকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সপিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন—৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মডেল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, সিএইচসিপি মোঃ জিয়াউর রহমান, মোঃ ওয়াহেদুজ্জামান, মোঃ অমিত হাসান প্রমূখ সহ সকল সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও এমএইচভিগণ।
উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে ২০০০ সালের ২৬ এপ্রিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। যা ক্লিনিক প্রতি ৬ হাজার মানুষের মাঝে সেবা প্রদান করে যাচ্ছে। ডোমার উপজেলার ২৮টি কমিউনিটি ক্লিনিকে একযোগে পালিত হয়েছে কমিউনিটি ক্লিনিকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :