নড়াইলের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি ভাংচুর, আহত ৪


জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশের সময় : ২৫/০৪/২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ /
নড়াইলের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি ভাংচুর, আহত ৪

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর ব্রাহ্মণডাংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে।

গতকাল রাতে চর ব্রাম্মনডাংগা গ্রামে এ ভাংচুরের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় ওই গ্রামে সামাজিক ২টা দল আছে। এক গ্রুপের নেতৃত্ব দেন তাইজল হোসেন, অপর গ্রুপ নেতৃত্ব দেন মোঃ নজির মোল্যা। দীর্ঘদিন ধরে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে ব্রাম্মন ডাংগা বাজারে তাইজল মোল্যার দলের এক ব্যাক্তিকে মারপিট করলে দু গ্রুপের মধ্যে উত্তেজনার সুত্রপাত হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় তাইজল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চরব্রাম্মনডাংগা গ্রামের শহিদুল্লাহ, ,রমজান,নিয়ামত, মুন্নু আলী,তানু মোল্যা ও হালনা গ্রামের জাকির মোল্যা (ইউপি সদস্য) ও মফিজুর কাজীর বাড়ি ভাংচুর করে।

এসময় চর ব্রাম্মনডাংগা গ্রামের মৃত আছির উদ্দিন মোল্যার ছেলে মোঃ লুৎফর রহমান (৮৭) সহ ৩/৪ জনকে কে কুপিয়ে আহত করে ফ্লিম ষ্টাইলে এলাকা ত্যাগ করে।আহত লুৎফর মোল্যা বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এক গ্রুপের দলপতি নজির মোল্যার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। অপরদিকে অন্য দলপতি তাইজলের সংগে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নাই।

এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সংগে কথা হলে তিনি জানান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে পরিবেশ শান্ত। অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু