patrika71
ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে জমেছে পর্যটন স্পটগুলো, চলছে রমরমা জুয়া

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
এপ্রিল ২৪, ২০২৩ ৭:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বেশিরভাগ মানুষই পরিবার কিংবা বন্ধুদের সাথে ঘুরতে বের হচ্ছে নানান জায়গায়। নিঃশ্বাস নিতে চায় মুক্ত হাওয়ায় লক্ষ্মীপুরেও জমে উঠেছে পর্যটন স্পট গুলো।

এর মধ্যে রামগতি উপজেলার আলেক্সান্ডার, রায়পুর উপজেলার আলতাফ মাষ্টার ঘাট,রাহুল ঘাট, কমলনগর উপজেলার মতিরহাট এবং সদর উপজেলার মৌজুচৌধুরীর হাট নদীর পাড় উল্লেখযোগ্য। তাছাড়া খোয়াসাগর দীঘির পাড় সহ জমে উঠেছে বিভিন্ন ছোটখাটো পার্ক।

আলেক্সান্ডার, মতিরহাট, মৌজুচৌধুরীর হাট নদীর পাড়ে সরেজমিনে গিয়ে দেখা যায় ঈদ উৎসবে আনন্দ ভ্রমণ করা পর্যটকদের ভীড়৷ কেউ কেউ নদী ভ্রমণ করছেন ট্রলারে করে।

তবে মতিরহাট সহ বিভিন্ন জায়গায় এর ভিতরেই বসেছে জুয়ার আসর। চরকা, চাক্কি, টাস ইত্যাদির মাধ্যমে জুয়ার আসর বসেছে খোদ পর্যটন স্পটেই। এতে বিরক্ত বোধ করছেন ঘুরতে আসা পর্যটকরা। তাছাড়া বখাটে ছেলেদের বাজে মন্তব্য শুনতে হয় মহিলা কিংবা মেয়েদের এমনটিই অভিযোগ করেছেন অনেক পর্যটক।

আলেকজান্ডারে আইনশৃঙ্খলা বাহিনী দেখা গেলেও তা ছিলো পর্যটকদের তুলনায় কম। তাছাড়া আর কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায় নি।

পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ