আগামীকাল অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর বাংলাদেশ এবং সিঙ্গাপুরে এক সাথে অনুষ্ঠিত হবে এবারের ঈদুল ফিতর, ঈদুল ফিতর উপলক্ষে সিঙ্গাপুরে বসবাসরত সকল প্রবাসীদের বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর( বিডি চ্যেমের) পক্ষ থেকে সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে সিঙ্গাপুর বিজনেস চেম্বারের এবং এন আরবি ওয়াল্ডের সভাপতি সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক সাহেদুজ্জামান।
তিনি বলেন প্রতি বছর মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। আর এই পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। আমরা জানি ঈদ মানে আনন্দ, উৎসব ও আয়োজন।
সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন সবার জীবনে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।এবার বাংলাদেশ এবং সিঙ্গাপুর একই সাথে পলন করতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর, তাই দেশের এবং প্রবাসের একই সাথে ঈদ আনন্দ উদযাপন করার সুযোগ পাচ্ছে সকল প্রবাসীরা তিনি আরো বলেন
আমার প্রাণপ্রিয় সিঙ্গাপুর প্রবাসীদের এবং সারা বিশ্বের সকল রেমিট্যান্স যোদ্ধাদের আবারও মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা- প্রবাসীরা পরিবার চাড়া বিদেশের মাটিতে ঈদের পরিপূর্ণ আনন্দ উদযাপন করতে পারেনা, অনেক বেশি মিচ করে পরিবারের প্রতিটি মানুষকে তাই আমরা যারা প্রবাসে আছি একে অন্যের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে সকলের ঈদ উদযাপন আনন্দমত করে তুলতে সকল প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করবো।
পত্রিকা একাত্তর/ রাসেল চৌধুরী
আপনার মতামত লিখুন :