শুক্রবার (২১ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ মাঠে বিভিন্ন এলাকার দরিদ্র ও কর্ম বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ছিল , সেমাই, দুধ, চিনি, সহ আরো কিছু উপহার সামগ্রী। ঠাকুরগাঁও ব্লাড ডোনার ফাউন্ডেশন।
দরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রতিবছরের মতো এবারও খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয় সংগঠনটি।
খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো ( প্রধান উপদেষ্টা ঠাকুরগাঁও ব্লাড ডোনার ফাউন্ডেশন), উপদেষ্টা মন্ডলীর সদস্য রুমন, সংগঠনের পরিচালক অনুরূপ রায় ও সংগঠনের সদস্য বৃন্দ।
পত্রিকা একাত্তর/ সুমন