শেরপুর থানার অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার


উপজেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ২১/০৪/২০২৩, ১২:২০ অপরাহ্ণ /
শেরপুর থানার অভিযানে ২ মাদক  ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার

পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের নির্দেশনায় শেরপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে শেরপুর থানা, বগুড়ার একটি আভিযানিক দল অদ্য ইং-২০/০৪/২০২৩ খ্রিঃ রাত্রি-২২.০০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ১০নং শাহবন্দেগী ইউনিয়নের অন্তর্গত শেরুয়া বটতলা সাকিনস্থ জনৈক মোঃ শিবলু এর মার্কেট এর সামনে পশ্চিম পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কে একটি প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১১-০৯১৭ তল্লাশী করিয়া ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ীরা হলোঃ-

১। মোঃ বিপ্লব মিয়া (৩৫),

পিতা: মোঃ সাজু, মাতা: মোছাঃ হাসিনা বানু, গ্রাম-তাজহাট, ইউপি-আলমনগর, থানা-তাজহাট, জেলা-রংপুর।

২। মোঃ হযরত আলী (৭০),

পিতা মৃত খোকা শেখ, মাতা মৃত খোরকি বেওয়া, গ্রাম- যতীন্দ্র নারায়ন, ইউপি-শিমুলবাড়ি, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম, বর্তমান সাং-কানাইকান্দর, থানা-শেরপুর, জেলা-বগুড়া।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান আসামীদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ