কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর প্রকাশের সময় : ২০/০৪/২০২৩, ৯:৩০ অপরাহ্ণ /
কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সদস্য ও কল্লোল ফাউন্ডেশনের সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি। প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, গুরুদাসপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ ,গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মাদ ও সাধারন সম্পাদক প্রভাষক মো. মাজেম আলী মলিন।

কল্লোল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো. মিল্টন উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন, আওয়ামীলীগ নেতা মো. আরিফুল ইসলাম বিপ্লব ও মো. আলমগীর শেখ প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ নান শ্রেণী পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন